বাকি সব চলে গেলো,
কেবল নিস্তব্ধতা রয়ে গেলো চরে।
সমস্ত বিক্রম মুছে অস্থি ভেসে গেলো,
নদীর জলে।
রাত্রি নামে নির্জন ঘরে।
ছেলে জিজ্ঞাসা করে মাকে,
রাত্রি শেষ হতে আর কতো বাকি?
খড়ের বিছানা লোহার চাবি দোস্তি করে ,
হৃদপিণ্ডের শব্দ হিসাব করে সময়ের ।
মায়ের সিঁথির সিঁদুর,
চলে গেল অস্তাচলে কান্নার সকালে।
এবার দিনের সঙ্গে লড়াই,
বেঁচে থাকার জন্যে;
কেউ এক ইঞ্চি জমি ছেড়ে দেবে না।
মা ছেলে উভয়েই জানে।
মানুষের বাসযোগ্য মাটির এমন পৃথিবী,
সে লড়াই ছাড়া,
সহজে অসহায়কে কিছুই পেতে দেবে না।