বা: কি সুন্দর অভিনয়
সারাদিন দেখলাম
সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধারে
বিকৃত মুখে কত বিরক্তির সুরে সুরে
সামান্য কথটুকু বলতে ভুলে গেলে
অপূর্ব মানসিকতা ছবি ফুটে ওঠে
তোমার শরীরের ভাঁজে ভাঁজে
তোমার শরীর ও মন ডুবে আছে
যার কারণে
তার কাছে কতশত চুক্তিবন্ধ তুমি
সে তোমাকে শিখিয়েছে কত অভিনয়ের কৌশল
আজ তুমি আমার কাছে দেখালে সেই অভিনয়।