আয় বৃষ্টি আয়
নুপুর পরে আয়
ঝমঝমিয়ে আয়
শহর পাড়া গাঁয়।
ইচ্ছামত আয়
নীল জামাটি গায়
আসতে পারিস ভোরে
অথবা দুপুর করে।
নামতে পারিস মাঠে
কিংবা পুকুর ঘাটে
নয়তো ঘরের চালে
শুকনো মাজা খালে।
গরম করছে খুন
দুপুর রাতের ঘুম
চারিদিকে হাহাকার
বল কি নেই প্রতিকার।
রিমঝিমিয়ে আয়
ঝমঝমিয়ে আয়
যেমন খুশি আয়
আয় বৃষ্টি আয়।
আমার সোনামণি
পথ চেয়ে দিন গুনি
রইল কথা তবে
আসলে দেখা হবে।