অন্ধকার ঘনীভূত হলে মৃত্যু ভয় জেগে ওঠে।
অদৃশ্য বন্ধন গুলো ক্রমশ সংসর্গ হারায়।
তবুও আড়াল খুঁজে দু'চারটি শস্য কণা ছড়িয়ে দিই বন্ধ্যা শহরের বুকে।  
দু'একটি অক্ষর পুঁতে রাখি অনুর্বর পিচ্ছিল জমিতে।
এলোমেলো অক্ষর থেকে যদি কোন একদিন, একটি কিশোরী হাসি উঠোন জুড়ে বর্ণময় জ্যোৎস্না ছড়ায়! যদি কোনও একদিন...