অভিমান
সারাদিন তো ছায়ায় ছায়ায় ঢাকা রাখে

অদৃশ্য বলে
চোখের  আড়ালে থেকে যায়

দুপুর ভেঙে বিকেল হলেই
ছায়া একটু একটু করে কেটে গেলে
রাত নামার আগেই
একটা পূর্ণ মুখ  ভেসে ওঠে

আর তখনই গভীর অন্ধকারে
আমাকে ভাসিয়ে নিয়ে যায়।