অভিমানের কুয়াশা ঘিরে
নির্বাক সন্ধ্যা ঘর তৈরি হয়
পরস্পর পরস্পরের দিকে তাকিয়ে
ভাষার চাদর বিছায়
অথচ কুয়াশা কাটলে অভিমানগুলো
একটু একটু সূর্যের আলোয়
নিখুঁত হয়ে ধরা পড়ে
তারপর যতই সময় বাড়ে
অভিমানের পাঠক্রম
ক্ষত বিক্ষত হয়ে
অভিমানের নতুন জীবন শুরু হয়।