সারাদিন সারারাত বসে থাকি তোমার অপেক্ষায়
আমাকে বসিয়ে রেখে তুমি কাটাও বন্ধুর পাশে
ঈশ্বর দেখছে সব,তবু সময় দেবে চিনিয়ে
বুঝবে সেদিন মুখের রূপ বদলে গেছে মুখোশে।
নিজের ভেতর যন্ত্রণা পেয়েও চুপচাপ থাকি বসে
মাথার ভেতর পাক খায় শুধু নানান দ্বন্দ্ব তৈরি করে
তোমাকে বিশ্বাস করে আমি ভুলেছি সব পরিচয়
তুমি কত পরিবর্তনশীল বুঝতে পারি অন্ধকারে।
কথায় কত গল্প আঁটা,অভিনয়ের মুখোমুখি
ইন্দ্রজালে কুক্ষিগত করে রেখেছে মেঘ ও কুয়াশা
স্বীকৃতি দিয়েছো আজ নিজেকে চিনে নিতে আমি
ঈশ্বর তুমি,তাই রেখেছি তোমার উপর শেষ ভরসা
মুহূর্তে থাকতে পারি না নিশ্চিত তুমি তা জানো
অনন্ত তোমার হাতের আশীষ পাবো এইটুকু মানো।