আত্মার শান্তি চাইনা
চাই প্রতিশোধ,
আগুন জ্বালো, আগুন জ্বালো বন্ধু
করো
তীব্র প্রতিরোধ।

মৃত্যু লেখা দেখে
বিব্রত নই আমি
স্বাগত জানাই,জানাই অভিনন্দন,
মৃত্যুই পারে সবকিছু দিতে
পথ চলার আগামী সন্ধান।