কয়েকদিন তোমার মনে মেঘ জমেছিল
নিজের শরীরে কত আল্পনা এঁকেছিলে
অথচ সময়ের খরচ শুধু অন্যকে ঘিরে
আমি শুধু ব্রাত্য তোমার ভাষার সুরে
কেবলই ঘৃণা আর তাচ্ছিল্য আমার উৎসবে
উৎসাহ ও অনুপ্রেরণা শুধু অন্যের সবে
তোমার মনের মেঘ সর্বদা কেটে গেছে আজ
সমস্ত অসুখ নিয়েও সেজেছো নতুন সাজ।
আমি শুধু তোমায় ঘিরে কেবলই ভাবি
অযথা মনে কেন দু:খ পাই জানো সবই।