জীবনটা তো দেখছি আমি
সুর,অসুরের খেলা,
সুর সাধনার তালে তালে
সঠিক পথে চলা।
কেটে যায় যখন সুর
সেই তাল, সেই লয়,
তখন তো আর মানুষ নয়
অসুর সৃষ্টি হয়!
সুর সাধনা তেমন করে
হয় না তো আজকাল
রাতের শেষে তাইতো দেখি
বিষন্ন সকাল!
অসুরের সাধনা এখন
সর্বত্র, এই দেশে
তার দাপটে তঠস্থ সব
সবাই তো বেশ ত্রাসে ।
তাই বুঝি মা পৃথিবীতে
বছর বছর আসেন
প্রচণ্ড রাগে ফেটে পড়ে
অসুর নিধন করেন।
হাজার হাজার বছর ধরেও
অসুর নিধন করে
প্রতি বছর এসেই দেখেন
সংখ্যা গেছে বেড়ে!
কোথায় সুর ? কোথায় তান?
কোথায় মধুর সঙ্গীত ?
অসুরদের তাণ্ডবে আজ
সবাই তো বেশ ভীত!
এবার তো আসার আগেই
অবাক হলেন শুনে
বাংলা এবার তোলপাড় বেশ
লেডি ডাক্তার খুনে!
অনেকগুলো অসুর আছে
এই কাণ্ডের পিছে
ভাবেন মা এবার তবে
উৎসবটাই মিছে।
মা শুধু নয়, মায়ের বাহন
মায়ের ছেলে মেয়ে
সব্বাই তো বিস্মিত বেশ
এই খবরটা পেয়ে।
ভাবছেন মা এত অসুর
হচ্ছে কেমন করে?
ফি বছরে মারছি তবু
অসুর যাচ্ছে বেড়ে!