সময় বড়ো অস্থির
মন ও মানসিকতাও
অথচ তোমার ও আমার সম্পর্ক
রক্তের না হলেও
হৃদয়ের টান যেন মিশে গেছে
যেখানে একে অপরে সাথে
পিতা ও পুত্রের পরিচয়
অঙ্গীকার, প্রতিশ্রুতি ও শপথ
ভবিষ্যতে স্থায়ী সম্পর্কের
কিন্তু তুমি সেইসব স্মৃতি ভুলে
হঠাৎ অস্বীকার করলে
সন্তানের পরিচয় পেতে
তবুও আজও তোমাকে বাবা বলে ডাকি
আমার অন্তরে থাকবে চিরকাল
তুমি অস্বীকার করলেও....