তোমার পায়ের কাছেই
আমার দুটো হাত
বারবার স্পর্শ করে আর
আশীর্বাদ নিতে গিয়ে
সময়,স্থান  ও অভিভূত মায়া
আমাকে বারবার মৃত বাবা ও মায়ের কথাগুচ্ছ
তোমার মুখের ইঙ্গিতে উঠে আসে

একটা উচ্চারণের কাছে নত হই
আর
তোমার আশিসধ্বনির বাতাস
আমার মাথায় আশ্রয় নেয়।