গুছিয়ে রেখেছি সব
আমার মনের বাক্সে
তালা দিয়ে রেখেছে যত্ন করে
তোমার দেওয়া কথা
তুমি স্বীকার করো বা না করো
আমি তোমারই...
স্বজনহীন পৃথিবীতে
তোমার কাছে তোমার ইচ্ছেমতো জন্মনিই
আজ তুমি বুকের ভেতরটা দেখো
তোমার দুটি হাত দিয়ে
কখনো অস্বীকার করো না।