নদী বয়ে গেছে রক্তাক্ত শস্য- অমৃতের গন্ধ মেখে
মৃত্যু আর মানুষেরা- জেগে ওঠে জগৎ সমাজে
রোদের আলোয় খোলা থরে থরে সভ্যতার ছাপ
সর্বসহা মাটি যেন রক্তাক্ত হয়েছে থেকে থেকে।

২.
ক্ষুব্ধ নদীজল চলে গেছে খিদে নিয়ে দূরতরে
অজস্র মানুষের কল্লোলের ভীড়ে দিশেহারা দেশ
হিংস্র হায়নাদের আঁচড় লোকালয়ে বেশ ঘিরে
ঘাসের প্রাণের মতো স্থির নিশিদিন অশরীরী ছদ্মবেশ।