আজকে তো সেই দিন
যে দিন তুমি জন্মে ছিলে
শুধুই আমার জন্য !
অপেক্ষায় বসে ছিলাম আমি
কবে তুমি আসবে আমার ঘরে,
তুমি এলে, জীবনটা হল ধন্য !
বরণ করে নিয়েছিলাম আমি
সাদরে তোমায় আরতি করে
যখন তুমি লাজুক মিষ্টি হেসে
লঘু ছন্দে এলে আমার ঘরে ।
আজকে আমি হিসেব করে দেখি
আবার তোমার জন্মদিন এলো
আজকে আবার নতুন করে তাই
তোমায় ফিরে পাবার সময় হলো ।
এই দিনটা আসুক ফিরে ফিরে
আরো অনেক অনেক বছর ধরে,
এই দিনটার আশায় আজও থাকি
রাঙিয়ে দেয় আমার এ মন আজও
আমার মনের বীনায় চিরটাদিন
"আশাবরী" রাগে ঝঙ্কার দিয়ে বাজো ।