ছয় বছর ধরে চাকরি করি
শিক্ষক হিসেবে
অযোগ্য নাকি আমরা সবাই
সুপ্রিম কোর্ট বিচার করে।
ঘরেতে আমার বুড়ো বাবা মা
স্ত্রী পুত্র কন্যা
আমাদের আজ চাকরি বাতিল
সবার চোখের জলে বন্যা।
দিশেহারা আমি ও আমার সংসার
এখন কি যে করি
রাত পোহালে খাবো কি
সারারাত তাই ভাবি।
স্কুলে ছাত - ছাত্রী সবাই ছিল
আমার ছেলে মেয়ে
কাল থেকে আর স্কুলে আসবো না
থাকবো না খেয়ে