খুব  ধীর পায়ে  হেঁটে যাচ্ছে কুয়াশা  অপার নৈশব্দের দিকে!
বয়ে যাচ্ছে  তির তির  নদীটির  মতো  অলীক বেদনাপ্রবাহ !
ঘুনপোকায় খাওয়া অবসন্ন খাট লিখে  রাখছে একান্ত সুখের.
মাধবীলতা স্মৃতি !
প্রতিপদের চাঁদ আঁকশি  হয়ে ঝুলে রয়েছে আকাশের ছাদে !
যেন  সে প্রকৃত  ই দিগন্তমুখী !
                                 শুধু
আপনার এলিজি শুনবে বলেই  মাটিতে কান পেতে
শুয়ে আছে আসন্ন হৈমন্তিক  ভোরের শিশির !