যাদের কাছে আমাকে অপমান করো
যারা তোমায়  ভুল বোঝায়
এমনকি  যারা  তোমায় ভালো চায় না
তাদের নিয়ে এক সঙ্গে বসে অভিনয়ের তালিম নাও
তাদের   কাছে একদিন অপমানিত হবে
ঠিক যেমন আমাকে করো
সেদিন শুরু এক দড়ির  উপর দাঁড়িয়ে  
আমাকে করা অপমানগুলো ভাবতে ভাবতে
সারা শরীরে অপমানের জ্বালা  অনুভব করবে

ঠিক  যতখানি যাদের কাছে  আমাকে অপমান করলে, ততটাই  অপমান   তাদের কাছে সময়ে  ফেরত পাবে।

তখন  তুমি  সব ফেরত পেলেও
আমাকে কখনো  পাবে না...