নিরন্তর মনে নদীর জোয়ারের মতো দু:খ আসে
পর্যাপ্ত সময়গুলো অপেক্ষায়
পাখির মতো উড়ে যাও
মিথ্যা কোন অজানা জোয়ারে
সেখান থেকে ফিরবে না জেনেও
রোজ রোজ স্মৃতি ঘেরা আনন্দের মাঝে
অপেক্ষার স্নেহের উষ্ণীষ নিই...