চলতে গেলে, মনের ভুলে
অনেক ভুলই হয়।
তবুও জেনো, চলা পথেই
রাখবে না সংশয়।

হাত বাড়িয়ে, দুহাত ভরে
বেঁধেছি স্মৃতির ঝাঁপি।
মনের মাঝে, জমছে মন
ওগো, বড় চাপাচাপি।

আকাশ পানে, মাটির টানে
চলাচল করে মন।
বন্ধ মনের, দুয়ার হতে
সখা, বাঁচাও জীবন।

আদর মাখা, বাবার  স্নেহ
আজোও মনের ঘরে।
মনে মধুর, স্নেহের প্লাবন
তোমায় দেখলে প'রে।

মনের টানে, মনের ঘরে
বারেবারে ফিরে আসা।
বাবা ও মাকে মনে পড়ে খুব
শুধু যেন পাই গো ভালবাসা।