নিজস্বতা তুমি সেই কবেই হারিয়েছ
যেদিন তোমার একাকিত্বতা থেকে মুক্তি পেয়েছিলে
তুমি তোমার সর্বস্ব যাকে উৎসর্গ করেছো
যে তোমার কাছে কারণে - অকারণে অভিনয় করে
তোমার বুদ্ধি লুট করে
সে তোমার কাছে প্রিয় বলে পরিচয় দেয়
অথচ তোমার অবর্তমানে
আবারও একই অভিনয় অন্যের সাথে
তুমি বুঝেও তোমার বুদ্ধি দান করো
ভুল পথে তুমি
অপরের বুদ্ধিতে শ্রেষ্ঠ।