আমি তো তোমার ঘৃণার পাত্র
যে-ভাবে আছি
শুধু অপমান জড়ো করে
তবে তোমার দেওয়া অপমানে গরল না লাগলেও
অনাদরের বৃষ্টি লাগে
আসলে তোমার পছন্দের  বাগানের পাশে
যাকে  রোজ রোজ শুয়ে রেখে
নিজের বাসনার নিয়ন্ত্রণ হারাও
আর সময়ে - অসময়ে
আমাকে ঘৃণার চোখে তাকাও।