এখন মনে হয় বাবার কাছে ফিরে গেছি
স্নেহের সেই তীব্র অনুভব
রোদের মতো ছড়িয়ে পড়েছে
একটু একটু করে সন্তানের নরম মুখ
তুমি দেখে পিতার পদ্য রচনা করো
নি:শব্দে এগিয়ে চলো আগামী দিনের
নতুন করে সুখের আস্বাদনে
অনুভব করি পিতার অস্তিত্ব
তুমিও সন্তানের কাছে
চিরন্তন ছায়া খুঁজে নাও..
নিশ্চন্ত মনে...