বহুদিন আমি এতো স্নেহ ও ভালোবাসা পাইনি
বদ্ধ খাঁচায় ভালবাসাহীন ভাবে বেঁচে আছি
আজ দূর থেকে দেখি মানুষের স্রোত বয়ে যায় বহুদিকে
হঠাৎ বন্দী থেকে মুক্তি দিলে
স্নেহের দমকা হাওয়ায়
সহৃদয় সেই মানুষের কথা
কত সহজে খুলে দিলে সেই বাতাসে
দুপুরের সেই পাগল করা স্নেহ
তোমার পায়ে অঞ্জলি দিলাম।