ছেলেটা বুক পেতে দিয়েছিল একচিমটে স্নেহের জন্য
বলেছিল যদি একটা কিডনিতে না কুলোয় আর একটিও হাতে রইল
আমি শুধু নিজের পরিচয় নিয়ে গেলাম, শুধু নিজের পরিচয়
আজ যখন রাতভর জ্বর নেমে এসেছে তোমার উপর
আমি সারারাত জেগে জলপট্টি মাথায় দিতে চাইছি তোমার দু:খস্পর্শে
তখন তুমিও ক্রমাগত সময়ের সাথে
পাল্টে ফেলছ নিজেকে, হয়ে যাচ্ছ মুরগী, হয়ে যাচ্ছ চাকর
নিজের মতো চলছো কিন্তু অপরের বুদ্ধিতে
একদিন আকাশের সমস্ত তারাগুলো
তোমার এমন চলাফেরাকে বিদ্রুপ করে বলবে,
তুমি আর অন্ধ হয়ে হাঁটো না...