তুমি সব সত্য জেনেও
তুমি তোমার মতো করে চলতে পারো না
তুমি অন্ধ যুধিষ্ঠিরের মতো
মিথ্যাটাকে সত্য বলে অবিশ্বাস করো
তুমি ক্ষণিকের আনন্দের জন্য
আপন সন্তানকেও মিথ্যে জালে জড়িয়ে দাও
প্রতিবাদ করার ক্ষমতাটুকুও নেই
তোমাকে ঘিরে রেখেছে মিথ্যে মোহ
তুমি তোমার পথ ভুল জেনেও
কামনার ঘোরে ছুটে চলেছো
সত্য ও মিথ্যার বিচার না করে
আপন সন্তানকে দূরে রেখেছো
তুমি তোমার বিকেক বিক্রি করে
অন্ধের মতো বিচার করে চলেছো।