জল  আয়নায় স্পষ্ট আমি
হারাতে চেয়েছি,
হারাইনি।

কোনো এক অস্তিত্বের সাথে
বিলীন হতে চেয়েছি ,
পারিনি।

নদীর অববাহিকায়
বিক্ষিপ্ত নুড়ির মত
বাবার অস্তিত্বে,
আমি আজও আছি
হারিয়ে যাওয়ার অ-সক্ষমতায়।