আমি যদি দূরে চলে যাই
আমায় ছাড়া বাঁচার কথা ভুলে
সেই কথা গুলো মনে রেখো তুমি
আমার প্রেমে যখন বিভোর ছিলে।
যদি তুমি আমায় দেখতে চাও
দু'চোখ বন্ধ করে মনের মাঝে
খুঁজো তুমি, পাবে তখন আমায়
তোমারই ছায়ায়, সকাল কিম্বা সাঁঝে !
দেখবে আমি দাঁড়িয়ে আছি
সূর্যোদয়ের কালে
আবার আমায় দেখতে পাবে
সূর্যাস্তের সময়
সন্ধ্যা হয়ে গেলে ।
আমার সাথে তোমার খেলা
কখনো কী যায় তা ভোলা ?
সারা বেলা ছিলাম আমি
তোমার চোখে ভীষণ দামি।
এখন যদি হারিয়ে যাই
তবুও তুমি আমায় ছেড়ে
থেকো না গো, খুঁজো আমায়
মনের মাঝে রাতের অন্ধকারে
দেখবে ঠিক দাঁড়িয়ে আছি
আমি তোমার দ্বারে !