তোমাকে চিনে নিতে একটু দেরি হলো আজ
আসলে বিশ্বাস রেখে
পুরো আকাশটায় তোমাকে দেখে ছিলাম
তোমার মধ্যে দেখে ছিলাম অসংখ্য তারা
অতিকায় নক্ষত্রের মতো
আমার হৃদয়ে জ্বলজ্বল করে জ্বলেছিলে
আমি পুরো বিশ্বাসটাকে গিলে নিয়ে ছিলাম
আমার সারা শরীর জুড়ে
তুমি এঁকে দিয়েছিলে স্নেহময় কোলাজ
অথচ বিশ্বাসটাকে তুমি কত সহজে
বাতাসের ন্যায় উড়িয়ে দিলে
আর সময় বুঝে ভাষার চরিত্র বদলাতে বদলাতে
তোমার প্রয়োজনগুলো স্থানান্তরিত করে
আমি তোমার কাছে পাথরমাত্র
এভাবেই এক একটা দিন
তুমি অন্যের খেয়ালে উড়িয়ে দাও...