আমি একজন চাকরিহারা বলছি
আমার মা ও বাবা অনেক দু:খ, কষ্ট করে
উচ্চশিক্ষায় শিক্ষিত করান
মায়ার স্বপ্ন ছিল ছেলেকে শিক্ষকরূপে
সমাজের একজন দেখতে চেয়েছিলেন
মায়ের সেই স্বপ্ন  পূরণ করার  শপথ নিয়ে
২০১৬  সালের  স্কুল সার্ভিস পরীক্ষায়
নিজ যোগ্যতায় পাস করি
মায়ের স্বপ্ন পূরণ  হলে
একটা  উচ্চমাধ্যমিক স্কুলে
আজ ছয় বছর  চাকরি করি
বাবা আজ নেই,মা মরণাপন্ন
আমি বিবাহিত এবং ছোট্ট একটা
পাঁচ বছরের ছেলে আছে
২০লাখ টাকা ব্যাঙ্ক লোন করে
একটা সুখী বাড়ি বানাই
সবাইকে নিয়ে একটা নতুন স্বপ্নে ভাসতে থাকি
হঠাৎ সুপ্রিম কোর্টের রায়ে
সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়
আমি আর স্কুলে যেতে পারবো না
আমার নেই আর চাকরি
মা হঠাৎ  কথাটি শুনে বোবা হয়ে গেছে
চোখের জলে পুরো পরিবার
দিন রাত ছটফট করি

চাকরি নেই আজ
ঘর আটকে বসে থাকে
রাস্তার লোক বিদ্রুপ করে
যেটুকু সম্মান মায়ের জন্য পেয়েছেলাম
তা আজ বিচারের রায়ে ধুলোয় মিশে গেছে

সকাল হলে আমার ছেলেটা খাবে কি? স্কুলে যেতে পারবে কি?
ব্যাঙ্ক লোনের কি হবে? বাড়িটি আর বোধহয় থাকবে না আমার!
বৃদ্ধ মাকে আর  আমি দেখতে পাবো না
স্ত্রী আমায় ছেড়ে চলে যাবে না তো!

সবাই চলে যাবে আমায় ছেড়ে
আমার যে আজ চাকরি নেই
কেউ এসে পাশে দাঁড়াবে না আর

আমিও সবাইকে ছেড়ে
এই পৃথিবী ছেড়ে চলে যাবো অনেক অনেক দূরে
যেখানে আমি আর আমার চাকরি  নিয়ে কাটিয়ে দেবো
সেখানে কেউই আমার চাকরি কেড়ে নিতে পারবে না
সেখানে শুধু আমি আমি আমি আর আমার চাকরি...