তোমার একাকিত্বের মাঝখানে স্নেহের উষ্ণীষ দিলাম
সস্নেহে নিজ হাতে তোমার আশীষ মাথায় নিলাম আর তুমি তার সাথে কথা বলবে একা একা
শূন্যে মনে মনে
বাইরে বিদায় নিচ্ছে সময়
নদীর বুকে চলেছে দীর্ঘছায়া
তোমার ঘরের কার্ণিশ থেকে
তোমার অতীত দ্রুত ছুটে যাচ্ছে
সেই স্নেহের দিকে...
বিদায় বেলার আকাশকে স্বাক্ষী রেখে
বলে যাও" আমি আর একা নই"