আমার মায়ের মৃত্যুর পরে
যার হাত ধরে প্রথম হাঁটতে শিখলাম
যে আমাকে চলার পথে বলেছিল
'আমি তোমার উৎসাহ ও অনুপ্রেরণার শক্তি, তুই একজন ভালো মানুষ হও।"
আমি সেই শক্তি নিয়ে এখনো যাকে সামনে রেখে
প্রতিদিন অক্ষর সৃষ্টি করে যাই
প্রতিদিন যাকে আমি
আমার বাবা ও মায়ের আসনে বসিয়ে পূজা করে যাই
প্রতিদিন যাকে আমি শ্রদ্ধা করে যাই
সে আর কেউ নয়
সে হলো আমার বাবা
সেই হল আমার অনুপ্রেরণার শিক্ষক
সেই হল আমার সৃষ্টির শিক্ষক।।
সেই হল আমারই বাবা।।