আমার সরল বিশ্বাস নিয়ে
জীবনের  সব অতীত ভুলে
তোমার কাছে আশ্রয় পেয়েছি
তোমার  ছায়ায়  রোজ স্নেহ খুঁটে খাই
তুমি আমার সেই পৃথিবী
যেখানে  সব খিদে মরে গেলেও
তোমার কাছে   বসে খাবার তৃপ্তি পাই

রোজ দিনের শেষে রাত এলে
আমার পৃথিবীর এক কোণে
যন্ত্রণা ভাগ করে নিই...