আমার মনের সকল কথা
বলতে যদি পারতাম,
অনেক সুখে ধন্য হয়ে
নতুন কিছু ভাবতাম।

হয়নি বলা কথাগুলি
জমেছে বুকের পাঁজরে,
অনেক সময় কেঁদে উঠে
একতারাটি অন্তরে।

স্মৃতির পাতায় রঙিন রঙে
অনেক ছবি এঁকেছি,
মনের দেয়াল ভরিয়ে দিয়ে
যত্ন করে রেখেছি।

তোমায় দেবো এমন ভেবে
অপেক্ষায় কাটছে কাল,
হঠাৎ দেখি সব কিছু ভুল
আনতে কুমির কাটছি খাল।