মৃদু অভিমানটুকু বাদ দিলে
আমার কিছু বলার নেই।  সময়ে চিন্তা বাড়ে,খিদেও আসে না আর
এই মায়াপৃথিবীতে আমার কেউ-ই নেই
মা ও বাবা ছাড়া আর যারা ছিল তারা
দূরে অনেক দূরে পর করে দিয়েছে
শুধু একচিমটে ভালবাসা ছাড়া
আমি কিছুই চাইনি
আমার কোন আশা নেই,চাওয়া নেই, নেই কোন পাওয়া, ক্যানভাস নেই,রং তুলি নেই
এসব বাদ দিলে আমার কিছু ই বলার নেই
যেখানে শেষ বিকেলের শেষে
শত শত পাখি ফিরে আসে সংসার নেই
তাদের আনন্দ ও উল্লাস দেখে
চোখ নদী হয়ে যায়
দিন ও রাতের ব্যবধানে
আমি অন্ধকার জীবন চিত্র আঁকি
শুধু ভালবাসার প্রতিক্ষায়...

মোটামুটি মৃদু অভিমানটুকু  বাদ দিলে
আমার কিছুই বলার নেই...