আমি অনেক যন্ত্রণা পেয়েছি
শৈশব থেকে
নিজের কাছে নিজেকে প্রশ্ন করি কত
অসহ্য কষ্ট নিয়ে বুকে
শুধু এক চিমটে ভালবাসার খোঁজে
পর আপন,আপন -পর
ভেদাভেদ ভুলে
নিজেকে সঁপেছি সারাজীবন
আনন্দ- হাসি কি বুঝিনি সেভাবে
একটু সুখের আশায় আশ্রয় খুঁজি
প্রিয়জনের মুখে নেই হাসি,নেই কোনো কথা
দিনের আয়নায় কত স্বপ্ন দেখি
দেখি ভালবাসার ঠিকানা
সব হারিয়ে এখন শুধু
আমার জীবন শূন্যতায় পূর্ণ।