শুরু থেকে শেষ কিংবা শেষ থেকে শুরু
দু:খের সমাহার নিয়ে
আমার জীবন আঁকা
ভালোবাসাহীন ভাবে আপেক্ষিকতায় ডুবে যাই
সুখ আকাশে আলোড়িত হয়
পাখিদের আপন ভালোবাসা আলাপ করে খেলা ঘরে
তার সুখ কেমন আমার জানা নেই
আমার চোখে বৃষ্টি আর পেটে অনাবিল অভাব
তাই দিয়ে আমি সুখ রচনা করি।