আমার ছোটবেলা
সেই মায়ের মুখে প্রথম
বাংলা ভাষার ছবি দেখতাম

এখন সেই মায়ের কথা মনে পড়ে
মায়ের শেখানো সেই প্রথম  অ,আ
বুকের ভেতর আজও বেজে ওঠে
মায়ের সেই সুর।

মা আজ নেই কাছে
রোজ সেই মায়ের দেওয়া শব্দ গুলো
মন থেকে কিছুতেই গেল না..