আমি দেখেছি বিছানার উপরে
আজও তুমি রাত কাটাও
অনিদ্রায় চিন্তার ঘোরে
আমি দেখেছি তোমার চোখের জল
চিবুক বেয়ে পড়ছে ঠোঁটে
দেখেছি তোমার আর্তকান্না
আলোহীন কালো রাতে
দেখেছি তোমার হৃদয় মাঝে
বসে আছে তোমার প্রাণপ্রিয়
তুমি তাকে রোজ রোজ
ভালবাসার অর্ঘ্য দিও
দেখেছি তোমার শরীর জুড়ে
কষ্ট থরথর করে কাঁপে
কখনো তাদের নিভতে দাও নি
গ্রীষ্মের কড়া তাপে
অথচ তোমার চোখেতে দেখেছি
বাঁচার স্বপ্ন ছবি
ছেলে তুমি পেয়েছো যখন
পূরণ হবে সবই।