বলো তবে আজও কেনো
বুক হতে রক্ত,
রাজপথ ডুবে দেয়
ডুবে রাজ তক্ত?
জনপথ রাজপথ
মুখরিত মিছিলে,
মুক্তির কথা বলে
আগুনের মশালে?
বাতাসের বুক ভরা
বারুদের গন্ধে,
জ্ঞানী গুণী ব্যস্ত
গান লিখে ছন্দে।
ঘৃণা হাতে আমি লিখি
মুক্তির গদ্য ,
আজ নয় কমরেড
ছন্দের পদ্য।
খেটে খাওয়া মানুষের
পেট পুড়ে আগুনে,
আগুনের ফুলকি
জ্বলে এই ফাগুনে।
হও সবে আগুয়ান
শুয়োরের খোঁয়াড়ে,
গুঁড়িয়ে ধূলিসাৎ
করো জনজোয়ারে।
চারদিকে শোনা যায়
হাতুড়ির শব্দ,
কাস্তের ধারে হউক
গণতন্ত্র জব্দ।