আমার কতটা দোষ ছিল? কি কারণে রোজ এইভাবে শাস্তি দিলে? বলতে পারো?
তুমি তো আমার হাত ধরে আজীবন চলবে
কথা দিয়েছিলে
হঠাৎ মাঝপথে সেই হাত ছেড়ে দেবে ভাবতে পারিনি
আমার শরীর ক্ষত বিক্ষত করে দিলে
চুড়ান্ত আহাত আমি।তবুও রোজ সারাদিন সারারাত
তোমাকে ভাবি
তোমার দেওয়া প্রতিটি কথা মনে করি
তুমি নিজের করে আমারও যে হাত ধরে নিয়ে হেঁটেছিলে
সেই স্মৃতিটুকু ভেবে আমি
ঋণী থাকবো তোমার কাছেই
আজীবন ঋণী...