অপমানের ঢং পরিবর্তন হয়
সময়ের ঘাটে ঘাটে
সহজাত প্রবৃত্তির বশে
স্বার্থান্বেষী মহলের মিছিল, মহাস্রোত
কারা যেন ডুবিয়ে মারতে চায়
তোমার সমস্ত বোধ ধীরে ধীরে
ঐ মিছিলে মিশে যায়
হঠাৎ চেতনায় স্বচ্ছ আয়নায় ধরা পড়ে
স্বার্থপর মানুষের মুখোশ চোখ
দিন-রাত কেবলই প্রশ্ন ঘোরে
ভুল ও ঠিকের মগ্ন তৃষ্ণা
জ্যোৎস্নালোকে লেখা হয়
অজস্র প্রশ্নের ছন্দে
বিনীত ভাষার সুর কেঁপে ওঠে...