আজ তুমি তোমার মতো করে সম্মান দিলে
যা তোমার অজানা ছিল
তুমি নিজের করে নিয়েও
এমন সম্মান জানালে তা ভাবতে পারি না
দু:খ গুলো আমার হৃদয়ের ডিবায় রেখে দিলাম
তুমি সাজানো খাওয়ারের থালা থেকে
ছুঁড়ে দিলে যে সম্মান
যা চিরকাল আমার অন্তরে স্মৃতি হয়ে থাকবে।