অথচ আজ আমার খুশির দিন
তোমার ভালো লাগা
আমার কাছে আনন্দের
তবুও তুমি একটু একটু করে সরে যাচ্ছিলে
আমি অবাক দৃষ্টিতে তোমার ব্যবহারকে
শ্রদ্ধা ও সেলাম জানাচ্ছিলাম
তখন উচ্চ কন্ঠে
গাছের পাতাগুলো আমার মাথায়
ভালবাসা হয়ে পড়তে শুরু করলো
আমি আনন্দ সমারোহে
স্বাগত জানালাম
একটা ভাললাগার পূর্ণ দিনকে।