সারারাত জেগে জেগে ঘুমের শ্রেণি দেখলাম
ঘুমের মধ্যে স্মৃতির বর্ণ দেখে
সেই রাতে আর ঘুম এলো না
তোমার দেওয়া কথাগুলো রাতভর চোখ ভেজা
দু:খ গুলো ছাড়া আর কিছুই ভাবিনি
তোমার স্নেহাশীর্বাদের অপেক্ষায় ভুখা পেটে
জেগে চাঁদ ও আমি
জীবনে এমন রাত আসবে কখনো তা দেখিনি
শৈশব, কৈশোর পেরিয়ে যৌবনে এসেও
দু:খকে দেখলাম আরও বেশি করে
তোমার বাড়ির উঠানে আর কখনো যাবো না
যেখানে অপমান ও অবহেলা শুয়ে থাকে
যেমন একটা বিশ্বাস মিথ্যার জালে জড়িয়ে
সত্যকে ভুলে
একটা সহজ সরল মন যখন আঘাতে আঘাতে ভেঙে যায়
আর এক এক সময় মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি তোমার ঠোঁটে লেগে থাকা অফুরন্ত ভাষারূপকে।
আজও সেই রাত, তুমি ঘুমিয়ে গেলেও
আমার আজ আর ঘুম এলো না...