শঙ্খধ্বনিতে আহ্বান করি
অনাগত শিশুকে এই ধরণীতে-
হে বীর্যবান, তুমি এসো
তোমার অমিত তেজে
ধ্বংস কর যত অনাচার,
যা এই পৃথিবীতে বিরাজ করছে সদম্ভে !
ছিন্নভিন্ন করে দাও সব-
যা কিছু অমার্জিত,
যত সব গলিত, কলুষিত বৈভব-
যা সদর্পে কন্ঠ রোধ করে মনুষ্যত্বের,
আরো যত গরল প্রসব
এই সভ্যতার,
সমূলে উৎপাটিত করে
আনো বিপ্লব !
হে অনাথ(না, পিতা মাতা,ভাই বোন
অথবা কোনো বংশ পরিচয়ে
পরিচিত হয়ো না তুমি)
এই পৃথিবীতে যেও না হারিয়ে।
করো না সন্ধি কারো সাথে
তোমার অস্তিত্বই হোক তোমার পরিচয়,
কর্মযোগই হোক জীবনের লক্ষ্য তোমার
কর্মধারা হোক অক্ষয় !
যদি দেখ সহস্র প্রতিবন্ধ
তোমার চলার পথে,
হয়ো না নিরাশ, সঙ্কল্পে অটুট থেকে
যুদ্ধ কর তাদের সাথে।
জেন,কোনো অশুভ শক্তির ব্যাপ্তি
চিরদিন সম্ভব নয়,
অন্তিমে তার ধ্বংস অনিবার্য,
অবশ্যম্ভাবী তার পরাজয় ।
এযে সম্ভব তখনই
যখন কোনো পবিত্র দেব শিশুর
আবির্ভাব হবে এই পৃথিবীতে,
তাই আজ বারে বারে
নীরবে প্রার্থনা করি আকুল চিত্তে-
শুভ আবির্ভাব হোক সেই অমোঘ শক্তির
এই সন্ধিক্ষণে
যা অবিরত, অক্লান্ত থাকবে
মানব কল্যাণে !
হে অমিতাভ,
তোমাকে করি আহ্বান-
এসো,ধর হাল দৃঢ় হাতে
কর মানব কল্যাণ !