আগুনে আগুনে ছাই হয়ে যাচ্ছে
মানুষ ও ঘরবাড়ি
সারা বাংলাদেশ কালো মেঘের আলিঙ্গন
পথে পথে রক্তাক্ত আন্দোলন
স্বাধীনতার মুর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে
মূর্তির ভেতরে কঙ্কাল
কাতারে কাতারে মানুষ আশ্রয় খোঁজে
ভারত সীমানা বরাবর
তবুও
অগ্নিদগ্ধ বাংলাদেশ ফিরে আসে
একাত্তরের মুক্তিযুদ্ধের প্রত্যাবর্তন