আমাকে আর কাছে ডেকো না
দূরে থাকতেই দাও
তোমার মায়া থেকে বেরোতে
একটু সময় দাও
মিথ্যে সম্পর্কের অজুহাতে
আমি সর্বস্ব হারিয়েছি
তোমার দেওয়া আঘাত বুকে নিয়ে
মৃত্যুর পথ বেছেছি
আমাকে আর কাঁদিও না
আমি দূরে চলে যেতে চাই
তোমার সুখের পথ প্রসস্থ হোক
তোমার ভালো থাকা এটাই চাই।