১.
সময়ের অনুকূলে সাজানো কথার শুদ্ধতা
একরাশ খুচরো খুচরো একাকিত্ব
সুখ দুখের কথার মুখোমুখি হই
হঠাৎ কথা বদলে যায়
নিজের প্রতিশ্রুতি ডুব দেয় চোরাবালিতে
২.
রোজ রোজ নাটকের স্ক্রিপ্ট
তোমার সামনে নানান মিথ্যের সংলাপ
তুমি ভাসতে থাকো বোধহীন ভাবে
সত্য বলে রাতের স্পর্শ পাও
৩.
ভুল ঠিক খোঁজে নিতে অস্বীকার করো
তোমার ভেতরের বিবেক বিক্রি হয়
তোমার সেবা ও পরিষেবা পেতে
দখল করে রাতের বিছানা
দখল করে তোমার সম্পত্তি
সব কিছুর শেষে
তুমি পড়ে থাকো উঠানের পাশের কোণে