প্রকৃতির সাথে নিজস্ব অন্তরে কথা বলি
নিজের কাছে প্রশ্ন করি
কত সহজে আমাকে ভালোবেসে
দূরে সরিয়ে দিলে
তবুও তোমার কথা ভেবে
তোমার দু:খের মাঝে
শত বাধা পেয়েও জড়িয়ে আছি
অথচ তোমার দেওয়া অপমান
মাথায় নিয়ে
তোমার ভালো মন্দের সাথী হই
কিন্তু তোমার এলো মেলো কথা
আমাকে নাড়া দেয়
হঠাৎ খুঁজে পাই
তোমার অদ্ভুত জীবনবোধ